January 19, 2025
নিউইয়র্কে প্রবল তুষারপাত, ২ জনের মৃত্যু

নিউইয়র্কে প্রবল তুষারপাত, ২ জনের মৃত্যু

নিউইয়র্কে প্রবল তুষারপাত, ২ জনের মৃত্যু

নিউইয়র্কে প্রবল তুষারপাত, ২ জনের মৃত্যু

ওয়েস্টার্ন নিউইয়র্কে ভারী তুষারে ঢাকা। ৫ ফুট বরফে ঢাকা রাজ্যের বাফেলো শহর। কোনো কোনো এলাকায় ৬ ফুট বরফ পড়েছে। ইরি কাউন্টিতে রাস্তা থেকে বরফ সরাতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

শীত এলেই ভয়ানক তুষার ঝড়ের কবলে পড়ে নিউইয়র্ক। ঝড়ের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছে।

এরি কাউন্টি অন্তত ৬ ফুট বরফে ঢাকা। নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। প্রায় সব যান চলাচল বন্ধ হয়ে গেছে।

অর্চার্ড পার্ক এবং বাফেলোতে 5 ফুট তুষারপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 66 ইঞ্চি পর্যন্ত তুষার পড়েছে। কয়েক ঘন্টার মধ্যে তুষারপাত স্বাভাবিক সময়ের এক মাসের সমান।

বাফেলোর মেয়র বায়রন ব্রাউন বলেছেন, বাফেলোতে তুষারপাত ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত বরফ পড়ছে। বাফেলোর দক্ষিণ বিশেষ করে হার্ড হিট। নিরাপত্তার স্বার্থে আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছি।

এর আগে, ২০০১ সালে ৫৬ দশমিক ১ ইঞ্চি বরফে ঢেকে যায় এই শহর। বাফেলো বিমানবন্দরের ৭০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর ১৩ ইঞ্চি বরফের স্তরে ঢাকা পড়েছে। যানবাহন চলাচলেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। শহরের দক্ষিণ অংশের ১৫ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৪ ইঞ্চি পুরু বরফ।

মিশিগান থেকে নিউইয়র্ক পর্যন্ত ৬ মিলিয়ন মানুষের জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ১১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পূর্বাভাসে  বলা হয়েছে, রবিবার পর্যন্ত বাফেলোতে ভারী তুষারপাত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

X