গরু গোসল করাতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের দোহার মশিয়াহাটি গ্রামে গরুকে গোসল দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয় মন্ডল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গরুকে গোসল দিতে গিয়ে বিদ্যুতের তার গায়ে পড়ে গেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গরুটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
শনিবার বিকেলে উপজেলার দোহার মশিয়াহাটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রার্থী জয় মন্ডল উপজেলার দোহার মশিয়াহাটি গ্রামের তরুণ মন্ডলের ছেলে। সে মণিরামপুর উপজেলার মশিয়াহাটি ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহত জয় মন্ডলের মামা শ্যামল মন্ডল জানান, শনিবার দুপুরের পর তার ভাতিজা জয় মন্ডল গরুটিকে গোসলের জন্য বাড়ির পাশের দোহার মশিয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের বিলে নিয়ে যায়। এদিকে বিলের উপর দিয়ে চলমান বৈদ্যুতিক খুঁটি সোজা রেখে টানা তারে দড়ি দিয়ে গরু বেঁধে রাখা হয়।
দুপুরের পর গরুকে গোসল করাতে গিয়ে গরুর দড়ি টানতে গেলে বৈদ্যুতিক খুঁটির তার ভেঙে পড়ে জয় মন্ডল ও গরুর গায়ে। এতে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত জয় মন্ডলকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তবে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি শুনেছেন।