November 27, 2024
আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে সুইস দম্পতির ইসলাম গ্রহণ

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে সুইস দম্পতির ইসলাম গ্রহণ

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে সুইস দম্পতির ইসলাম গ্রহণ

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে সুইস দম্পতির ইসলাম গ্রহণ

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক সুইস দম্পতি

এক বয়স্ক সুইস দম্পতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজানের ধ্বনি ও মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে তারা শান্তির ধর্মের আশ্রয় নেন।

গত শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুলার-ফেতিহা প্রদেশে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই দম্পতি। তারা গত পাঁচ বছর ধরে ফেতিহায় বসবাস করছিলেন।

ইসলাম গ্রহণকারী স্বামী- জিন-পিয়েরে কার্ন (৭৬) এবং স্ত্রী ফ্রাঙ্কোয়া গ্যাব্রিয়েল পার্থ (৬২)। কার্ন একজন অবসরপ্রাপ্ত সফটওয়্যার প্রকৌশলী এবং তার স্ত্রী পার্থ একজন অবসরপ্রাপ্ত নার্স।

এদিন তাদের ইসলাম গ্রহণ উপলক্ষে মুলার দারুল ইফতাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাদেশিক মুফতি শায়খ কামিল আওকাতি।

শায়খ কামিল আওকাতি এবং উপস্থিত মুসল্লিরা কালেমা পাঠ শেষে ইসলাম গ্রহণের সাথে সাথে দম্পতিকে অভিনন্দন জানান।

ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের অনুভূতি প্রকাশ করে সুইস দম্পতি বলেন, ‘ ইস আমরা যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করতাম!’

তারা বললেন, আমরা যখন ইসলামকে পেয়েছি।  আমরা সিদ্ধান্ত নিলাম বাকি জীবন মুসলমান হিসেবেই কাটাবো।

কালেমা পাঠ করে তাদের নামও পরিবর্তন করেন এই দম্পতি। তাদের নতুন নাম এখন জাঁ-পিয়েরে কার্নের হাসান এবং ফ্রাঙ্কোইস গ্যাব্রিয়েল পার্থ  গামজাহ।

Leave a Reply

Your email address will not be published.

X