September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
টি-টোয়েন্টি’২২ বিশ্বকাপ কোন দেশে দেখবেন কোন চ্যানেলে ? জেনে নিন

টি-টোয়েন্টি’২২ বিশ্বকাপ কোন দেশে দেখবেন কোন চ্যানেলে ? জেনে নিন

টি-টোয়েন্টি’২২ বিশ্বকাপ কোন দেশে থেকে কোন চ্যানেলে দেখবেন? জেনে নিন

 

টি-টোয়েন্টি’২২ বিশ্বকাপ কোন দেশে থেকে কোন চ্যানেলে  দেখবেন ? জেনে নিন

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপ এসেছে এবং চলে এসেছে মাত্র ৫ দিন পর ১৬ অক্টোবর রবিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ২০ ওভারের   সংক্ষিপ্ততম নবম আসর।

চার-ছক্কায় জমজমাট এই আসরের সবগুলো ম্যাচ বিশ্বের প্রায় সব জায়গা থেকে সরাসরি দেখা যাবে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল সম্প্রচার স্বত্ব কয়েকটি চ্যানেলকে দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের এই চ্যানেলগুলির মধ্যে রয়েছে ইএসপিএন, স্টার নেটওয়ার্ক, ফক্স স্পোর্টস, স্কাই স্পোর্টস, টাইমস ইন্টারনেট এবং পিটিভি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল বিডি । বাংলাদেশি দর্শকদের জন্য বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

বিশ্বব্যাপী কোন দেশের কোন চ্যানেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে:

বাংলাদেশ: গাজী টিভি, র‍্যাবিটহোলবিডি

অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস, কায়ো

ভারত: স্টার নেটওয়ার্ক, ডিজনি+ হটস্টার

পাকিস্তান: পিটিভি, এআরওয়াই ডিজিটাল নেটওয়ার্ক

ইউএসএ: টাইমস ইন্টারনেট (উইলো), ইএসপিএন+ মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং মেক্সিকো- ইএসপিএন+ ক্যারিবিয়ান- ইএসপিএন, ইএসপিএন

নিউজিল্যান্ড: স্কাই স্পোর্ট

যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস

আফ্রিকা: সুপারস্পোর্ট

মালয়েশিয়া: অ্যাস্ট্রো, ইয়াপ টিভি

নেপাল, ভূটান, শ্রীলঙ্কা মালদ্বীপ: স্টার নেটওয়ার্ক

 পিএনজি, ফিজি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (ওয়েস্ট ইন্ডিজ): পিএনজি ডিজিসেল

হংকং: নাও টিভি, ইয়াপ টিভি

কানাডা: টাইমস ইন্টারনেট (উইলো), হটস্টার

সিঙ্গাপুর: স্টারহাব

Leave a Reply

Your email address will not be published.

X