November 22, 2024
১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি ( হ্যাক ) হয়েছে

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি ( হ্যাক ) হয়েছে

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়েছে

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি ও পাসওয়ার্ড চুরি(হ্যাক)  হয়েছে

বিভিন্ন ম্যালওয়্যার অ্যাপের মাধ্যমে ১০ লাখ ফেসবুক ইউজার আইডি ও পাসওয়ার্ড চুরি হয়েছে বলে সবাইকে সতর্ক করেছে ফেসবুক। মেটা-মালিকানাধীন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি বলেছে যে ৪০২ টি অ্যাপ গোপনে ব্যবহারকারীদের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চুরি করে তাদের বিভিন্ন কাজ এবং পরিষেবা দিয়ে প্রলুব্ধ করে।

ফেসবুকের মতে, ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলির মধ্যে ৩৫৫ টি অ্যান্ড্রয়েডে এবং ৪৭  টি আইওএস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যেতে পারে। ফটো এডিটিং, গেমিং, ভিপিএন ব্যবহার এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য লোভনীয় অ্যাপগুলিও গুগল এবং অ্যাপলের নিরাপত্তা ব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে প্রবেশ করেছে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে অ্যাপস ডাউনলোড ও ব্যবহার করতেন।

অ্যাপস ডাউনলোড করার পর ফেসবুক বিভিন্ন সেবা ব্যবহার করতে আইডি ও পাসওয়ার্ড দিতে বলে। আইডিতে পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপগুলো সেগুলো সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠায়। ফলস্বরূপ, সাইবার অপরাধীরা আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে দূরবর্তীভাবে ফেসবুক অ্যাকাউন্টগুলি পর্যবেক্ষণ করতে পারে।

ফেসবুকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ম্যালওয়্যরযুক্ত অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল ও অ্যাপল। তবে এখনো অনেকের মুঠোফোনেই রয়েছে অ্যাপগুলো। আর তাই নিরাপদ থাকতে মুঠোফোন থেকে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি সন্দেহজনক অ্যাপগুলো মুছে ফেলার অনুরোধ করেছে ফেসবুক।

1 Comment

Leave a Reply

Your email address will not be published.

X