January 18, 2025
জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ জন নিহত হয়েছেন

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ জন নিহত হয়েছেন

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ জন নিহত হয়েছেন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের গ্রিল শেডের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে জেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ জন নিহত হয়েছেন

নিহত দুইজনের একজন সাজ্জাদ হোসেন। অপর শ্রমিকের নাম জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদের নতুন ভবনের গ্রিল শেড নির্মাণকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে ভেঙে পড়ে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, একজন মারা গেছে। সন্ধ্যায় ঘটনাস্থল থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার রাজেশ বড়ুয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাদের নিচে অন্য কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা তা দেখতে উদ্ধার কাজ চলছে।

এ ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published.

X