September 20, 2024

Warning: Undefined array key "tv_link" in /home/admin/web/timetvusa.com/public_html/wp-content/themes/time-tv/template-parts/header/mobile-topbar.php on line 53
মহামারির ভয় শেষে আবারও কাজে ফিরছেন আমেরিকার নারীরা

মহামারির ভয় শেষে আবারও কাজে ফিরছেন আমেরিকার নারীরা

মহামারির ভয় শেষে আবারও কাজে ফিরছেন আমেরিকার নারীরা

মহামারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের নারীরা প্রচুর পরিমাণে কর্মক্ষেত্র থেকে থেকে বাদ পড়েছিলেন। অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকরা ভয়ে ছিলেন তাদের পুনরায় কর্মক্ষেত্রে ফিরে আসা নিয়ে। যেকোনো অবস্থায় কর্মপ্রবাহে শ্রমিকের ঘাটতি অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে। কিন্তু করোনাভাইরাস প্রথম আঘাত হানার প্রায় আড়াই বছর পর চাকরির বাজারে কর্মজীবী নারীর সংখ্যা অবশেষে প্রাক-মহামারি স্তরে অনেকটাই ফিরে এসেছে। কোভিডের কারনে ২ মিলিয়নেরও বেশি কর্মজীবী নারী চাকুরী হারিয়েছিলেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ বেটসি স্টিভেনসন বলেন, বাসা থেকে কাজ করা এবং পরিবার-বাচ্চাদের যত্ন ধরে রাখা অনেক নারীর জন্য সহজ ছিল না। তবে মহামারি শ্রমশক্তির সাথে নারীদের সংযুক্তির স্থায়ী ক্ষতি করেনি। আগস্ট পর্যন্ত ২৫ থেকে ৫৪ বছর বয়সী ৪৯ মিলিয়নেরও বেশি নারী কাজ করছেন বা কাজের সন্ধান করছেন।

Leave a Reply

Your email address will not be published.

X