ফাঁস হওয়া ফোনালাপে বিক্ষুব্ধ জনতা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ফোন কলটি ফাঁস হওয়ার পর অনেকেই মনে করেন যে ফোন কলটি সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের সাথে ফাঁস হওয়া ফোন কলের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার বিক্ষোভকারী।
১৫ জুনের ফোন কলে, অর্থাৎ থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সিনেট সভাপতি এবং প্রভাবশালী নেতা হুন সেনকে থাইল্যান্ডের "অন্য পক্ষ", বিশেষ করে একজন সেনা জেনারেলকে উপেক্ষা করার আহ্বান জানান। সেনা কর্মকর্তা সম্প্রতি ২৮ মে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন যেখানে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়েছিল। পেতংতার্ন ফোন কলে আরও বলেন যে, তিনি "শুধু আকর্ষণীয় দেখাতে চেয়েছিলেন।"
ফোন কলটি ফাঁস হওয়ার পর, অনেকেই বিশ্বাস করেন যে, ফোন কলটি সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বিক্ষোভকারীরা রাজধানীর ভিক্টোরি মনুমেন্ট এলাকায় বিভিন্ন স্লোগান সম্বলিত জাতীয় পতাকা এবং ব্যানার নিয়ে জড়ো হয়। মঞ্চ থেকে বক্তারা প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান।
"ইয়েলো শার্টস" নামে পরিচিত একটি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিরা এই বিক্ষোভের নেতৃত্ব দেন, যারা রাজতন্ত্রের সমর্থক এবং পেটংটার্নের বাবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরোধী।
এদিকে, সাংবিধানিক আদালত এবং জাতীয় দুর্নীতি দমন কমিশন (এনএসিসি) ফোন কলের ভিত্তিতে পেতংতার্ন এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। নৈতিক স্খলনের অভিযোগে তাকে বরখাস্ত করা হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মামলাটি গ্রহণ করা হবে কিনা তা আগামী সপ্তাহে সিদ্ধান্ত নিতে পারে সাংবিধানিক আদালত।
জাতীয় দুর্নীতি দমন কমিশনের সচিব সারট ফুয়েংগ্রামপান বলেছেন"প্রধানমন্ত্রীর আচরণ গুরুতর নৈতিক স্খলনের পর্যায় পড়ে কিনা তা আমরা তদন্ত করছি" ।
তবে পেতংতার্ন বলেছেন যে, তিনি চিন্তিত নন এবং তার অবস্থান ব্যাখ্যা করতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে তার পক্ষে প্রধানমন্ত্রীত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন- বাবার মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপ চাইছেন ইমরান খানের দুই ছেলে
আন্তর্জাতিক এর আরো খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আবারো ফোর্দো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

গাজাবাসিদের গোপন হত্যার নতুন কৌশল ইসরাইলের / গাজার ত্রাণের বস্তায় মিশিয়ে দিচ্ছে বিষাক্ত নেশার বড়ি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মুখোশ উন্মোচন’ করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প
