ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬০৩ জন। আর মৃতের সংখ্যা ৫৩৬ জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের ১ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ও একজন চট্টগ্রামের বাসিন্দা। হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ৭৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬, ঢাকা উত্তর সিটিতে ৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮, খুলনা বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহে ১৩, রংপুরে ৩ ও সিলেটে ২ জন রয়েছেন।২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ হাজার ৬০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৩৬ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
আমেরিকা এর আরো খবর

ইউনিভার্সিটিকে দেওয়া বড় অংকের তহবিল স্থগিত / ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটির মামলা

ক্রম-হ্রাসমান জন্মহারে চিন্তিত ট্রাম্প প্রশাসন / বিয়ে বা সন্তান ধারণ: সুযোগ করে দিতে পারে যুক্তরাষ্ট্রে উন্নত বসবাসের

গণহত্যা, গুম-খুন ও দুর্নীতির অভিযোগ / হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিল করে দিতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রয়াণ / মারা গেছেন পোপ ফ্রান্সিস

৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে , বেশির ভাগই ভারতীয়, আছে কতিপয় বাংলাদেশিও
