ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪৪ জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬০৩ জন। আর মৃতের সংখ্যা ৫৩৬ জনে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪ জনের ১ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ও একজন চট্টগ্রামের বাসিন্দা। হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৩, চট্টগ্রাম বিভাগে ৭৩, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬, ঢাকা উত্তর সিটিতে ৮৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮, খুলনা বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ২৭, ময়মনসিংহে ১৩, রংপুরে ৩ ও সিলেটে ২ জন রয়েছেন।২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭ হাজার ৬০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ৫৩৬ জন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।
আমেরিকা এর আরো খবর

নিউইয়র্কে উচ্ছেদের হার ২০১৮ সালের পর সর্বোচ্চ

নিউইয়র্কে প্রতিমাসে ৩১৬ জন পুলিশ কর্মকর্তার পদত্যাগ: রিপোর্ট

পটেটো চিপসের ব্যাগে সাংবাদিককে নগদ টাকা প্রদান / মেয়র এরিক অ্যাডামসের ঘনিষ্ঠ উপদেষ্টাকে প্রচারণা থেকে প্রত্যাহার

ইউ.এস. নিউজের প্রতিবেদন / নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ডের সেরা হাই স্কুলগুলোর তালিকা

দিদারুলের শোকের পরিবারে নতুন প্রাণের আগমন: জেসিকা টিশে’র আবেগঘন পোস্ট
