‘ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই নির্বাচিত সরকার দেখবো’
স্টাফ রিপোর্টার
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমি ব্যক্তিগত মনে করি আগামী বছরেই আমরা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবো। আমার ব্যক্তিগত মতামত, জানি না কী হবে।’
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) উদ্যোগে আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের স্বল্পতায় আছে। অনেক টাকা দেশের বাইরে পাচার হয়েছে; মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের টাকা বাইরে চলে গেছে।
সুখ্যাতি অর্জনের জন্য বিগত সরকারের সময় প্রকল্প নেয়া হয় উল্লেখ তিনি আরও বলেন, গত সরকারের আমলে যেসব প্রকল্প নেয়া হয়েছিল, তার মধ্যে পদ্মা সেতুসহ বেশ কয়েকটি ভালো প্রকল্প আছে। কিন্তু ওই সব প্রকল্পের মধ্যে অনেকগুলোই ‘প্রেস্টিজ প্রকল্প’ বা সুখ্যাতি অর্জনের জন্য নেয়া হয়েছিল।
এসব প্রকল্প নিয়ে কী করা যায়, সেটা ভেবে দেখা হচ্ছে হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
আমেরিকা এর আরো খবর

যুক্তরাষ্ট্র-সৌদির মধ্যে ‘ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফর / সৌদির সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের

পাক-ভারত যুদ্ধ / আমরা ভারত-পাকিস্তানকে থামাতে পারি না, ‘আমাদের দেখার বিষয় নয়’ ভ্যান্স

স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন / অভিবাসী তাড়াতে নতুন কৌশলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
