পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু
স্টাফ রিপোর্টার
পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে যাত্রা শুরু করলো ‘জাহানাবাদ এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এই ট্রেনের উদ্বোধন করেন ।
শিডিউল অনুযায়ী সকাল পৌনে ১০টায় ঢাকা পৌঁছাবে ট্রেনটি। জাহানাবাদ ট্রেনটি খুলনা থেকে কাশিয়ানি নড়াইল হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় প্রবেশ করবে। সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলো এই রুটে চলাচল করবে।
খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানায়, সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন রাত ৯টা ৪৫ মিনিটে ১৪টি বগি নিয়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। আর নতুন রুটটিতে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানী, ভাঙ্গা পদ্মা সেতু দিয়ে ঢাকা এতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা।
রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘জাহানাবাদ ট্রেনটি খুলনা থেকে কাশিয়ানি নড়াইল হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় প্রবেশ করবে। একইভাবে ঢাকা থেকে আবার রাতে খুলনায় পৌছাবে।’
খুলনা থেকে ঢাকা রুটের অন্য ট্রেনের চেয়ে এতে সময় কম লাগবে বলে জানান তিনি।
আমেরিকা এর আরো খবর

ওয়ারেন বাফেট এবার রেকর্ড ৬ বিলিয়ন ডলার দান করলেন

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগই সঠিক: মার্কিন সুপ্রিম কোর্ট

‘ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি’, তাই নোবেল পুরস্কার দাবি করছি: ট্রাম্প

মিনেসোটায় আইনপ্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা: অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার

বন্দুকবাজির ধারাবাহিকতায় এমপির জীবননাশ / মিনেসোটাতে পুলিশের পোশাকে ডেমোক্র্যাট নারী এমপিকে স্বামীসহ গুলি করে হত্যা
