নিউইয়র্ক স্টেট জাসাস এর উদ্যোগে দোয়া মাহফিল

নিউইয়র্ক: নিউইয়র্ক স্টেট জাসাস এর উদ্যোগে এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ৭ জুলাই যক্তরাষ্ট্র জাসাস এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো, রহমান সায়েম এর শশুর শামসুজ্জামান ও নিউইয়র্ক স্টেট জাসাস এর আহ্বায়ক মো. জাবেদ উদ্দিনের পিতা হাজী ডা. গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আর্কিটেক্ট মাকসুদুল হক, যুক্তরাষ্ট্র জাসাস এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো, রহমান সায়েম, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, কেন্দ্রীয় যুবদলের উপদেষ্টা এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট জাসাস এর আহ্বায়ক মো. জাবেদ উদ্দিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুস সবুর সহ এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি কয়েস আহমদ, উপদেষ্টা চৌধুরী সালেহ, দেওয়ান শাহেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী আল আমিন মসজিদের পরিচালনা কমিটির সেক্রেটারী আমিন হোসেন সহ জাসাস নেতাকর্মী ও স্থানীয় প্রবাসী মুসলিম কমিউনিটর লোকজন। দোয়া পরিচালনা করেন আল আমিন মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান চৌধুরী ও মাওলান নেছার আহমেদ।
এসময় মো. জাবেদ উদ্দিন তাঁর বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করায় দেশ ও প্রবাসে বসবাসরত স্বজন ও পরিচিতজনদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমেরিকা এর আরো খবর

মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে নিউইয়র্কবাসীকে মেয়র অ্যাডামসের আহ্বান

বন্ধ হয়ে যাবে মাসিক আনলিমিটেড ভ্রমণ সুবিধা / জানুয়ারিতে বাড়ছে নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস ভাড়া

অভিযুক্ত মেয়র ও পুলিশ কমিশনার / নিউ ইয়র্কের ‘স্যাঙ্কচুয়ারি’ আইনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

মামদানি মেয়র হলে নিউইয়র্ক ছেড়ে ফ্লোরিডা চলে যাবো : অ্যান্ড্রু কুওমো

জ্যামাইকায় ‘শ্রাবণ মেঘের মেলা’য় চরম বিশৃঙ্খলা, বাংলাদেশিদের বের করে দিল মদ্যপ নারী
