২৫ বছর পূর্তি পালনের প্রস্তুতি
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা
নিজস্ব প্রতিবেদক

নিউইয়র্ক: ব্যাপক উৎসাহ—উদ্দীপনায় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূতীর্ পালন করা হবে। এজন্য চলছে প্রস্তুতি। অপরদিকে সংগঠনের ‘ফ্যামিলি বার্বিকিউ পার্টি’ আগামী ২ আগষ্ট শনিবার কার্নিংহাম পার্কে অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যাক টু স্কুল কর্মসূচীর আয়োজন করা হবে আগামী ২২ আগষ্ট শুক্রবার। সংগঠনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ মেজ্জান রেষ্টুরেন্টে মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সভায় প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি সহ অন্যান্য উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী। সভায় ২ আগষ্ট শনিবার কুইন্সের কার্নিংহাম পার্কে (পার্কের অনুমতি পাওয়া সাপেক্ষে) ‘ফ্যামিলি বার্বিকিউ পার্টি’, ২২ আগষ্ট শুক্রবার আয়োজন করা হবে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচী এবং অক্টোবর মাসে দু’দিনব্যাপী সংগঠনের ‘২৫ বছর পূতীর্’ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
‘ফ্যামিলি বার্বিকিউ পার্টি’ সফল করতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি—কে আহ্বায়ক ও কার্যকরী সদস্য নওশাদ হায়দার—কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সোসাইটির ২৫ বছর পূতীর্ পালন আয়োজক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি বিলাল চৌধুরী এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন সাবেক সহ সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ। কর্মসূচীগুলোর সার্বিক তত্ত্বাবধানে থাকবে সংগঠনের প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক।
আমেরিকা এর আরো খবর
.jpeg)
‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা / দেশে সংস্কারের মাধ্যেমে নতুন বন্দোবস্ত সময়ের দাবী

ফোর্থ জুলাইয়ে ‘পার্টি আয়োজনেই সীমাবদ্ধ’ বাংলাদেশী—আমেরিকানরা / যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন নিয়ে কমিউনিটিতে নানা প্রশ্ন

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩৯তম ফোবানা সম্মেলন—২০২৫ / বাফেলো—নায়াগ্রাবাসীর সঙ্গে স্টিয়ারিং কমিটির মতিবিনিময়

ব্রঙ্কসে বাকা’র পথমেলায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজ
