ট্রাম্পের ফৌজদারি মামলায় কাজ করা একাধিক আইনজীবী বরখাস্ত
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় কাজ করা এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে তার প্রশাসন। বিবিসির যুক্তরাষ্ট্রের অংশীদার সিবিএস নিউজকে বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি যখন এ সিদ্ধান্তে উপনিত হয়েছেন যে- প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে ওই সকল আইনজীবী বিশ্বস্ত নন তখনই তাদের বরখাস্ত করা হয়েছে।
এসব আইনজীবীরা সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সঙ্গে ছিলেন। তারা মূলত ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। সোমবার এসব আইনজীবীদের বরখাস্ত করা হয়। যা দ্রুতই কার্যকর হবে। জ্যাক স্মিথকে ২০২২ সালে বিশেষ কাউন্সিল হিসেবে নিয়োগ দেয়া হয় ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার বিষয়ে তদন্তের জন্য। কিন্তু ট্রাম্প তাকে শপথ নেয়ার দুই সেকেন্ডের মধ্যেই বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন। এজন্য জ্যাক স্মিথ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই পদত্যাগ করেন।
এদিকে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগের কোনোটিতেই দায়ী নন ট্রাম্প। ফলে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এ মামলা দুটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এখনও এ বিষয়টি স্পষ্ট নয় স্মিথের সঙ্গে কাজ করা কোন কোন আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। স্মিথের দলে যারা কাজ করেছিলেন তাদের অনেকেই দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তা প্রসিকিউটর ছিলেন।
আমেরিকা এর আরো খবর

নিজ অভিবাসীদের জন্য আশ্রয়শিবির নির্মাণ করছে মেক্সিকো

গোপন নথি ফাঁস / বিদেশে মার্কিন সহায়তা বন্ধ
