সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

তিনটি জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “আজ দুপুরে ডিবির একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”
গত ২২ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় এই মামলাটি (মামলা নম্বর-১১) দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন নির্বাচন কমিশনারসহ মোট ২৪ জনকে আসামি করা হয়। কাজী হাবিবুল আউয়ালও এই মামলার একজন আসামি।
আন্তর্জাতিক এর আরো খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আবারো ফোর্দো পরমাণু কেন্দ্রে নির্মাণকাজ শুরু করেছে ইরান

ফাঁস হওয়া ফোনালাপে বিক্ষুব্ধ জনতা / থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

গাজাবাসিদের গোপন হত্যার নতুন কৌশল ইসরাইলের / গাজার ত্রাণের বস্তায় মিশিয়ে দিচ্ছে বিষাক্ত নেশার বড়ি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মুখোশ উন্মোচন’ করে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা
