গাজায় ইসরায়েলি হামলায় শিশু-সাংবাদিকসহ ১০৫ জন নিহত
আল জাজিরা

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ১০৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশু, নারী, সাংবাদিক ও ত্রাণের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষও রয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল আল-সাবরা এলাকায় টানা কয়েকদিনের বোমাবর্ষণে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ জন খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারান।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি বলেন, “গাজা এখন এক খাঁচায় পরিণত হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াই করছে—আকাশ থেকে বোমা পড়ছে, মাটিতে ক্ষুধা মারছে।”
মঙ্গলবার অনাহারে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। শুধু আগস্টের ২২ তারিখ থেকে দুর্ভিক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর মারা গেছেন অন্তত ৮৩ জন।
খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন ২১ জন, যাদের মধ্যে সাতজন শিশু। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “জীবন বাঁচাতে পানি খুঁজতে গিয়ে তারা নতুন হত্যাযজ্ঞের শিকার হলো।”
এছাড়া গাজার আল-আফ পরিবারের বাড়িতে বিমান হামলায় নারী-শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।
সাংবাদিকরাও লক্ষ্যবস্তু:
হামলায় নিহত হয়েছেন আল-মানারা টিভির দুই সাংবাদিক রাসমি সালেম ও ইমান আল-জামলি। এ নিয়ে গাজায় চলমান যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, এটি সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।
স্থল অভিযান ও রাজনৈতিক প্রতিক্রিয়া:
ইসরায়েলি সেনাপ্রধান আইয়াল জামির জানিয়েছেন, গাজায় স্থল অভিযান আরও জোরদার করা হচ্ছে। ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে, যদিও অন্তত ৩৬৫ সেনা কর্তৃপক্ষের ডাকে সাড়া দেননি।
অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও ইসরায়েল এখনও সাড়া দেয়নি।
এদিন বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অন্য দেশগুলোকে একই পথে এগোনোর আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, “বিশ্ব সম্প্রদায়ের নীরবতা গাজার গণহত্যা, দুর্ভিক্ষ ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞকে দীর্ঘায়িত করছে।”
আন্তর্জাতিক এর আরো খবর

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা

অল্পবয়সী শিশুদের বাসায় একা রাখার খেসারত / নর্থ ক্যারোলিনায় আগুনে পুড়ে একসাথে চার বোনের মৃত্যু: বেঁচে গেল দুইজন
