‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাংক ক্যাপ্রিও আর নেই
বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ফ্র্যাংক ক্যাপ্রিও আর নেই। প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০ আগস্ট ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।
চার দশকেরও বেশি সময় ধরে তিনি রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযুক্তদের ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় এনে সহানুভূতি ও রসিকতার সঙ্গে রায় দেওয়ার কারণে বিশ্বজুড়ে তিনি পরিচিতি পান। তার আদালতের ভিডিও অনুষ্ঠান Caught in Providence সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিয়ন ভিউ পায়, যা তাকে এনে দেয় “বিশ্বের সবচেয়ে স্নেহশীল বিচারক” খ্যাতি।
পরিবার জানায়, বিচারক ক্যাপ্রিওর উষ্ণতা, রসিকতা ও দয়ার ছোঁয়া তাকে জানাশোনার সবার কাছে অমলিন স্মৃতি করে রেখেছে। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বাবার স্মৃতিতে সবাই যেন পৃথিবীতে একটু হলেও দয়া ছড়িয়ে দেন।
ক্যারিয়ারে তিনি হাজারো মামলার রায় দিয়েছেন। কখনও শিশুদের নিজের পাশে বসাতেন, কখনও নিজের আদলে ‘মিনি-জাজ’ সফট টয় বাজারে আনতেন। তার এমন মানবিক বিচারশৈলী আদালতকে করে তুলেছিল অনন্য।
Caught in Providence শো তিনবার ডে-টাইম এমির জন্য মনোনীত হয়, আর গত বছর দু’টি বিভাগে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন পান। প্রযোজনা প্রতিষ্ঠান ডেবমার-মারকারি এক বিবৃতিতে জানায়, “সহানুভূতি ও সাধারণ জ্ঞানের অনন্য মিশ্রণ” হিসেবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
ফ্র্যাংক ক্যাপ্রিও রেখে গেছেন তার স্ত্রী জয়েস ক্যাপ্রিও, যাকে তিনি প্রায় ৬০ বছর আগে বিয়ে করেছিলেন। এছাড়া তাদের রয়েছে ৫ সন্তান, ৭ নাতি-নাতনি ও ২ প্রপৌত্র।
আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা
