‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ ফ্র্যাংক ক্যাপ্রিও আর নেই
বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বিচারক ও সামাজিক যোগাযোগমাধ্যম তারকা ফ্র্যাংক ক্যাপ্রিও আর নেই। প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ২০ আগস্ট ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।
চার দশকেরও বেশি সময় ধরে তিনি রোড আইল্যান্ডের প্রভিডেন্স মিউনিসিপাল কোর্টে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযুক্তদের ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় এনে সহানুভূতি ও রসিকতার সঙ্গে রায় দেওয়ার কারণে বিশ্বজুড়ে তিনি পরিচিতি পান। তার আদালতের ভিডিও অনুষ্ঠান Caught in Providence সামাজিক যোগাযোগমাধ্যমে বিলিয়ন ভিউ পায়, যা তাকে এনে দেয় “বিশ্বের সবচেয়ে স্নেহশীল বিচারক” খ্যাতি।
পরিবার জানায়, বিচারক ক্যাপ্রিওর উষ্ণতা, রসিকতা ও দয়ার ছোঁয়া তাকে জানাশোনার সবার কাছে অমলিন স্মৃতি করে রেখেছে। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, বাবার স্মৃতিতে সবাই যেন পৃথিবীতে একটু হলেও দয়া ছড়িয়ে দেন।
ক্যারিয়ারে তিনি হাজারো মামলার রায় দিয়েছেন। কখনও শিশুদের নিজের পাশে বসাতেন, কখনও নিজের আদলে ‘মিনি-জাজ’ সফট টয় বাজারে আনতেন। তার এমন মানবিক বিচারশৈলী আদালতকে করে তুলেছিল অনন্য।
Caught in Providence শো তিনবার ডে-টাইম এমির জন্য মনোনীত হয়, আর গত বছর দু’টি বিভাগে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন পান। প্রযোজনা প্রতিষ্ঠান ডেবমার-মারকারি এক বিবৃতিতে জানায়, “সহানুভূতি ও সাধারণ জ্ঞানের অনন্য মিশ্রণ” হিসেবে তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।
ফ্র্যাংক ক্যাপ্রিও রেখে গেছেন তার স্ত্রী জয়েস ক্যাপ্রিও, যাকে তিনি প্রায় ৬০ বছর আগে বিয়ে করেছিলেন। এছাড়া তাদের রয়েছে ৫ সন্তান, ৭ নাতি-নাতনি ও ২ প্রপৌত্র।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা

ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বোলটনের বাড়িতে এফবিআই অভিযান

নিজ সন্তানকে হত্যা করে ভারতে পালানো আমেরিকান নারীকে আটক করল এফবিআই

সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশীর ভিসা খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন

মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান
