ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান
অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীরা ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান নিয়ে কার্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রম চালাচ্ছে। এটি বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি সুস্পষ্ট চ্যালেঞ্জ।
বিবৃতিতে বলা হয়, সরকারের নজরে এসেছে যে আওয়ামী লীগ ভারতে কার্যালয় স্থাপন করেছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বাড়ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের কার্যক্রম বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং দুই দেশের পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা বাংলাদেশে জনমতকে উত্তেজিত করতে পারে, যা দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
সুতরাং বাংলাদেশ সরকার ভারত সরকারকে আহ্বান জানিয়েছে যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে। পাশাপাশি ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসগুলো অবিলম্বে বন্ধ করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় অভিযুক্ত হয়ে ভারতের ভূখণ্ডে পলাতক অবস্থায় আছেন।
বিবৃতিতে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের ২১ জুলাই একটি এনজিওর আড়ালে নিষিদ্ধ দলের কিছু নেতা দিল্লি প্রেসক্লাবে কর্মসূচির আয়োজন করেছিল এবং সাংবাদিকদের মাঝে বুকলেট বিতরণ করেছিল। এছাড়া ভারতীয় গণমাধ্যমেও আওয়ামী লীগের ‘ভারতের মাটি থেকে কার্যক্রম পরিচালনার বিস্তার’ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

নিউইয়র্ক পুলিশের নিয়ন্ত্রন নেবে ফেডারেল সরকার: মোতায়েন করা হবে হাজারো ন্যাশনাল গার্ড - ট্রাম্পের ঘোষণা

ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বোলটনের বাড়িতে এফবিআই অভিযান

নিজ সন্তানকে হত্যা করে ভারতে পালানো আমেরিকান নারীকে আটক করল এফবিআই

সাড়ে ৫ কোটিরও বেশি বিদেশীর ভিসা খতিয়ে দেখবে ট্রাম্প প্রশাসন

মার্কিন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান
