গ্রীন কার্ড ব্যাকলগে আটকে থাকা আবেদনকারীদের জন্য ২০ হাজার ডলার ফি দিয়ে দ্রুত প্রক্রিয়ার সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নতুন একটি দ্বিপক্ষীয় ইমিগ্রেশন বিল প্রস্তাব করা হয়েছে, যা ১০ বছরের বেশি সময় ধরে গ্রীন কার্ড লাইনে আটকে থাকা আবেদনকারীদের ২০হাজার ডলার ফি দিয়ে দ্রুত প্রক্রিয়ার সুযোগ দেবে।
ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার এবং টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি ভেরোনিকা এসকোবারের নেতৃত্বে প্রণীত “দিগনিটি অ্যাক্ট ২০২৫” নামে এই বিলটির লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বৈধ ইমিগ্রেশন ভিসার দীর্ঘস্থায়ী ব্যাকলগ দূর করা।
বিলটি গ্রীন কার্ডের দেশভিত্তিক সীমা ৭% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাবও করেছে, যা বিশেষ করে যে দেশগুলো থেকে বেশি আবেদন আসে তাদের জন্য অপেক্ষার সময় কমাবে। তবে, অপরাধের সাথে জড়িত কেউ এই সুবিধা পাবেন না।
এছাড়াও, বিলটি ইমিগ্রেশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য $৩.৬ বিলিয়ন বরাদ্দ করার প্রস্তাব করেছে।
২০২৫ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যাকলগ ছিল ১ কোটি ১৩ লাখেরও বেশি।
বিলটি ড্রিমার বা ছোটবেলায় যুক্তরাষ্ট্রে এসে এখনো অবৈধ অবস্থায় থাকা অভিবাসীদের জন্য স্থায়ী নিবাসের যোগ্যতা বাড়ানোর সুযোগ দেবে। এটি দীর্ঘদিন ধরে দেশে থাকা অভিবাসীদের জন্য একটি সুযোগ হিসেবে কাজ করবে।
আন্তর্জাতিক এর আরো খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা
