জামায়াতের আমীর হার্টে ৩ টি নয়, ৫ টি ব্লক

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান হার্টে রিং পরানোর উদ্দেশ্যেই ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রাম করতে গিয়েছিলেন। কিন্তু পরীক্ষার পর জানা যায়, তার হার্টে ৫টি ব্লক।
খবর শুনে হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসকরা হাসপাতালে ছুটে আসেন। জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার আলোচনা হয়। তবে আমিরে জামায়াত স্পষ্ট ভাষায় বলেন, "আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই, তবে দেশের সাধারণ মানুষের এদেশের চিকিৎসাব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে। আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই, ইনশাআল্লাহ।"
আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক এর আরো খবর

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

নগর ভবন ৪০ দিন বন্ধ, তবু কোটি টাকার তেল খরচ

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধর-পাকড় অভিযান / হুন্দাই গাড়ির কারখানা থেকে কয়েকশ কর্মী আটক

সমগ্র মুসলিম উম্মার ঐক্য আরো সুসংহত হোক: প্রধান উপদেষ্টা

অল্পবয়সী শিশুদের বাসায় একা রাখার খেসারত / নর্থ ক্যারোলিনায় আগুনে পুড়ে একসাথে চার বোনের মৃত্যু: বেঁচে গেল দুইজন
