রুশ সেনাবাহিনীতে বিদেশিদের যোগদানের সুযোগ: আইনে সই করলেন পুতিন
অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি একটি নতুন আইনে সই করেছেন, যার মাধ্যমে রাশিয়ার বাইরে থেকেও বিদেশি নাগরিক এবং রাষ্ট্রহীন ব্যক্তিরা রুশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। এই আইনের আওতায় তারা চুক্তি স্বাক্ষর করে সামরিক সেবায় অংশগ্রহণ করতে পারবেন, যতক্ষণ না যুদ্ধকালীন অবস্থা, সামরিক আইন বা সৈন্য পাঠানোর মেয়াদ শেষ হয়।
এই পরিবর্তন মূলত ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর জন্য আনা হয়েছে। সংশ্লিষ্ট আইনে সামরিক দায়িত্ব, প্রতিরক্ষা ও সামরিক কর্মীদের মর্যাদা সংক্রান্ত বিভিন্ন দফা সংশোধন করা হয়েছে। রাশিয়ান প্রশাসন বলেছে, ‘সশস্ত্র বাহিনীকে পুনর্গঠন এবং শক্তিশালী করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।’
আইনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর কার্যকর হবে এবং এর ফলে রাশিয়ার সামরিক বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক এর আরো খবর

৩৫ শতাংশ শুল্ক আরোপ: ড. ইউনূসকে চিঠিতে আরো যা লিখলেন ট্রাম্প

ওয়াচ লিস্টে লাখ লাখ ন্যাচারালাইজড সিটিজেন / আমেরিকান নাগরিকত্ব বাতিল হতে পারে যেসব কারণে

ক্যাশ রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ১% ট্যাক্স

আশ্রয়প্রার্থীদের অশনিসংকেত: দ্রত বিতাড়নে ‘ফাস্ট ট্র্যাক’ পরিকল্পনা

৫ মাস পর আইস আটককেন্দ্র থেকে মুক্ত হয়ে ওয়ার্দ সাকেইক / “শুধু জন্মসূত্রে রাষ্ট্রহীন এটাই ‘অপরাধ’ ছিল”
