২৩শে এপ্রিল থকে হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

পবিত্র হজ উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় প্রবেশের উপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটির সরকারের জারি করা নির্দেশনা অনুসারে, হজ পারমিট ছাড়া কোনও ব্যক্তি পবিত্র নগরী মক্কায় প্রবেশ করতে বা থাকতে পারবেন না।
এই মাসের শেষের দিকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে। সৌদি সরকার জানিয়েছে যে, আসন্ন হজ মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে পাড়ি জমানো লক্ষ লক্ষ হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, ২৩শে এপ্রিল, ইসলামী ক্যালেন্ডারের ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি থেকে, সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের বৈধ হজ পারমিট ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশ নিষিদ্ধ থাকবে।
যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে তাদের আবাসস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যাদের বৈধ হজ পারমিট রয়েছে এবং পবিত্র স্থানগুলির রক্ষণাবেক্ষণের সাথে জড়িতরা কেবল তাদেরকেই পবিত্র নগরীতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পারমিটের জন্য আবেদন অনলাইন প্ল্যাটফর্ম আবশের বা মুকিম পোর্টালের মাধ্যমে করা যেতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ এপ্রিল থেকে সৌদি নাগরিক, জিসিসি নাগরিক, বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট প্রদান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। ওমরাহ পারমিট স্থগিতকরণ ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, হজের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একটি সুশৃঙ্খল ও নিরাপদ হজযাত্রা নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য।
আন্তর্জাতিক এর আরো খবর

ভারতীয় এক পরিবারকে বানিয়ে দেওয়া হলো 'বাংলাদেশি'
.jpeg)
গত ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ৩২, শিশুসহ দগ্ধ ১৬৫

সভাপতি আবুল কালাম, সম্পাদক রহিম শেখ / সিলেট বিভাগ সাংবাদিক সমিতির কমিটি গঠন

সাবেক আইস কর্মকর্তাদের ফেরাতে ৫০ হাজার ডলার বোনাস ঘোষণা / গণ ডিপোর্টেশনের গতি বৃদ্ধিতে ‘অপারেশন রিটার্ন টু মিশন’
