আপনার সঙ্গী কি সাইকোপ্যাথ? সতর্ক করলেন বিশেষজ্ঞরা!
নিউইয়র্ক পোষ্ট

ডেটিং অ্যাপে যারা ঘন ঘন সম্পর্কে জগিয়ে যান, তারা সাইকোপ্যাথ হওয়ার সম্ভাবনা বেশি, এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন জার্মান গবেষকরা।
হোচশুলে ডোপফার ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক ও বিহেভিয়ারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ইনস্টিটিউটের গবেষণা পরিচালক লেননার্ট ফ্রেইথ জানান, যারা “ফাস্ট লাইফ” জীবনযাপন প্রবণতায় বিশ্বাসী, তাদের মধ্যে ‘ডার্ক ট্রায়াড/টেট্রাড’ বৈশিষ্ট্য (নার্সিসিজম, মেকিয়াভেলিয়ানিজম, সাইকোপ্যাথি) ও খোলামেলা যৌন আচরণের প্রবণতা বেশি দেখা যায়। এরা সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয়।
সম্প্রতি Cyberpsychology, Behavior, and Social Networking সাময়িকীতে প্রকাশিত এ গবেষণায় প্রায় ৫০০ ডেটিং অ্যাপ ব্যবহারকারীকে নিয়ে সমীক্ষা চালানো হয়। অংশগ্রহণকারীদের ব্যক্তিত্ব ও আচরণ বিশ্লেষণ করে দেখা হয়, কারা “টিন্ডার ডেট” বা ডেটিং অ্যাপের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলেছেন এবং যৌন সম্পর্কে জড়িয়েছেন।
গবেষণায় দেখা যায়, সমান সংখ্যক নারী-পুরুষ টিন্ডার ডেটে গেলেও যৌন সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে পুরুষরাই এগিয়ে। প্রায় ৬৬ শতাংশ পুরুষ ডেটিং অ্যাপের মাধ্যমে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এদের মধ্যে সাধারণত বয়স কম, আত্মকেন্দ্রিকতা, কৌশলী মনোভাব ও সাইকোপ্যাথি প্রবণতা বেশি। পাশাপাশি এরা নৈমিত্তিক যৌনতার প্রতি ইতিবাচক মনোভাব, প্রবল যৌন আকাঙ্ক্ষা ও অধিক যৌন অভিজ্ঞতা প্রদর্শন করেছেন।
গবেষকরা সতর্ক করে বলেছেন, এমন পুরুষরা অনলাইনে দুর্বল ও সহজ-শিকার নারিদের কাছ থেকে সুযোগ নিতে পারে। তাদের ভাষায়, “যারা আধুনিক জীবন যাপন অনুসরণ করেন, বিশেষ করে পুরুষরা, তারা ডেটিং অ্যাপে বেশি সাফল্য পান।”
তবে নারীদের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। যারা টিন্ডার থেকে যৌন সম্পর্কে গিয়েছেন, তারা অন্যদের তুলনায় নিজেদের সিদ্ধান্তে বেশি সন্তুষ্টি প্রকাশ করেছেন। গবেষকদের ধারণা, নারীরা মেসেজিংয়ে বেশি সময় ব্যয় করায় বাস্তবে হতাশ হলেও পরবর্তী পর্যায়ে অনেক বেশি এগিয়ে গেছেন।
গবেষণায় আরও জানা গেছে, নারীদের মধ্যে সাইকোপ্যাথি বৈশিষ্ট্য বেশি থাকলে তারা মেকআপ (লিপস্টিক, আইলাইনার বা ব্লাশ) কম ব্যবহার করেন। অন্যদিকে যারা নিয়মিত মেকআপ করেন, তারা সামাজিক পরিবেশে তুলনামূলকভাবে বেশি সহযোগিতাপ্রবণ হয়ে থাকেন।
যদিও গবেষকরা সতর্ক করেছেন, এসব ফলাফল অংশগ্রহণকারীদের দেয়া তথ্যের ওপর নির্ভরশীল, যেখানে পুরুষরা তাদের অভিজ্ঞতা অনেক বাড়িয়ে বলা এবং নারীরা কমিয়ে বলার প্রবণতা দেখাতে পারেন।
- : নিউইয়র্ক পোষ্ট অবলম্বনে
লাইফ স্টাইল এর আরো খবর

নিঃসন্তান দম্পত্তির জন্য সুখবর নিয়ে হাজির কৃত্রিম বুদ্ধিমত্তা / ১৮ বছর ধরে ব্যর্থ দম্পতি অবশেষে AI এর মাধ্যমে গর্ভধারণ করলেন!

‘অনলাইন প্রতারককে’ চিনবো যেভাবে

সহজ উপায়ে শিশু উন্নয়ন / শিশুর বুদ্ধিমত্তা ও মেধা বিকাশে কার্যকরী উপায়

২০২৪ সালে শিশুদের বিরুদ্ধে সহিংসতা 'ভয়াবহ পর্যায়ে' পৌঁছেছে: জাতিসংঘ

ইতিহাসের পরাকাষ্ঠায় রয়ে যাওয়া বিশ্বাসঘাতক খলনায়িকা,নবাব সিরাজউদ্দৌলার আপন খালা / ঘসেটি বেগম
