হারিকেন ইরিনের পর খুলছে নিউইয়র্ক ও নর্থ ক্যারোলিনার সৈকত
অনলাইন ডেস্ক

হারিকেন ইরিনের প্রভাবে বন্ধ হওয়া নিউইয়র্ক ও নর্থ ক্যারোলিনার সৈকতগুলো আবার খুলে দেওয়া হয়েছে। যদিও ঝড়টি স্থলভাগে আঘাত হানেনি, তবুও শক্তিশালী ঢেউ ও বাতাসের কারণে সতর্কতা জারি ছিল।
নিউইয়র্কের জোন্স বিচ ও রবার্ট মোসেস স্টেট পার্কে আবার সাঁতার চালু হয়েছে, তবে কিছু এলাকায় এখনো নিষেধাজ্ঞা বহাল।
নর্থ ক্যারোলিনার হ্যাটেরাস দ্বীপে শনিবার হাইওয়ে ১২ খুলে দেওয়া হয়েছে। বালুর টিলা ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়ি বা সড়কে বড় ধরনের ক্ষতি হয়নি।
আমেরিকা এর আরো খবর

ট্রাম্পকে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মামদানি

ট্রাম্প প্রশাসনের পদ নিয়ে আলোচনায় এরিক অ্যাডামস

নিউইয়র্ক সিটি মেয়র পদে তহবিল সংগ্রহে এগিয়ে জোহরান মামদানি

নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পর্যটকবাহী বাস উল্টে ৫ জন নিহত

নিউইয়র্কে উচ্ছেদের হার ২০১৮ সালের পর সর্বোচ্চ
