December 7, 2024
আজমীর শরীফের নিচেও এবার মন্দির থাকার দাবি হিন্দুদের, খতিয়ে দেখতে বলল ভারতের আদালত

আজমীর শরীফের নিচেও এবার মন্দির থাকার দাবি হিন্দুদের, খতিয়ে দেখতে বলল ভারতের আদালত

আজমীর শরীফের নিচেও এবার মন্দির থাকার দাবি হিন্দুদের, খতিয়ে দেখতে বলল ভারতের আদালত

আজমীর শরীফের নিচেও এবার মন্দির থাকার দাবি হিন্দুদের, খতিয়ে দেখতে বলল ভারতের আদালত

আজমির শরীফ:

আজমীর শরীফ দরগাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রঃ) এর মাজার, যা খাজা বাবার মাজার হিসাবেও পরিচিত। এটি ভারতের রাজস্থানের আজমির জেলায় অবস্থিত। আজমীর হল ভারতে সব ধর্মের একমাত্র মিলনস্থল। আজমীর হিন্দু ও মুসলমান সহ সকল সম্প্রদায়ের জন্য একটি মহান তীর্থস্থান। সারা বছরই লাখো ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখরিত থাকে মাজার প্রাঙ্গণ।  সাদা মার্বেল সমাধির পাথর, রৌপ্য রেলিং, সোনার ধাতুপট্টাবৃত ছাদ, এবং এর বুলন্দ দরজা রুপালি পায়ে। এই বুলন্দ দরজার কাজ ১২৩৬ সালে ইলতুৎমিশ শুরু করেছিলেন এবং ১৬  শতকে সম্রাট হুমায়ুন শেষ করেছিলেন। মাজারের প্রবেশদ্বারটি হায়দ্রাবাদের নিজাম দ্বারা নির্মিত হয়েছিল। সম্রাট আকবর ১৫৬৭ সালে মূল প্রবেশদ্বারের ৩০  মিটার উঁচু বুলন্দ দরজাটি তৈরি করেন।

আজমীরে খাজা বাবার মাজারে আরেকটি দর্শনীয় বস্তু হল দুটি হাঁড়ি (ডেকচি) যা ১২০ এবং ৮০ মণ চালের বিরিয়ানি রান্না করতে ব্যবহৃত হয়। প্রতি বছর তাঁর মৃত্যুবার্ষিকীতে, এখানে আরবি মাসের রজব মাসের প্রথম সপ্তাহে (১-৬ রজব ) অর্থাৎ ইংরেজি মাসে জানুয়ারি মাসে এবং বাংলা মাসে মাঘ মাসে উরস পালিত হয়। এটি হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতী (রহ.) এর মাজার, যা আজমীর শরীফ নামে বেশি পরিচিত।

 আজমির শহরটি রাজস্থানের একেবারে কেন্দ্রে অবস্থিত। হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতী (রহ.) ১১৪২ খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। পরে ধর্ম প্রচারের জন্য ভারতে আসেন। বলা হয় তিনি হজরত মুহাম্মদ (সা.)-এর সরাসরি বংশধর। আজমীরে  এসে তিনি ৮০০ ফুট উঁচু পাহাড়ের পাদদেশে একটি সাধনালয়  তৈরি করে ধর্ম প্রচার শুরু করেন।

ভারতের সেই বিখ্যাত আজমির শরীফের নিচে একটি মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দাখিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। বুধবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সেপ্টেম্বরে এই পিটিশন দাখিল করার পরে, একটি আজমির আদালত দাবিটি পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।

আজমীর শরীফ সংক্রান্ত পিটিশন দাখিলকারী চরমপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণু গুপ্তা বলেছেন, “আমাদের দাবি আজমির শরীফকে ‘সংকট মোচন মহাদেব’ মন্দির হিসাবে ঘোষণা করা উচিত। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। এবং  জিওলজিক্যাল সার্ভে করা উচিত এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দেওয়া উচিত।

প্রতিবেদনে বলা হয়েছে যে, আবেদনকারীরা দাবি করেছেন যে, সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগায় একটি শিব মন্দির রয়েছে, যা আজমির শরীফ নামে পরিচিত। তাই তারা আবারও আজমির শরীফে পূজার অনুমতি দাবি করছেন।

আবেদনকারীদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন যে, সিভিল জজ মনমোহন চন্দেল আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রনালয় এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নয়া দিল্লি অফিসকে এই বিষয়ে নোটিশ জারি করেছেন। তিনি সবাইকে নিজ নিজ জবাব দাখিল করার নির্দেশ দিয়েছেন। আদালতে দায়ের করা পিটিশনে ১৯১১ সালে অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সরদারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে আজমির শরীফের চারপাশে হিন্দু মৃৎপাত্র ও খোদাই রয়েছে।

তবে সেই বইটি দাবি করেছে যে, আজমির শরীফ একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে নির্মিত হয়েছিল। আর দরগার সবচেয়ে পবিত্র স্থানটিতে এখনও একটি জৈন মন্দির রয়েছে। যদিও দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে। তারা বলেন, আফগানিস্তান, ইন্দোনেশিয়াসহ সব ধর্ম ও বর্ণের মানুষ এখানে আসেন। এখানে বহুত্ববাদের প্রচার করা হয়।

প্রসঙ্গত, মাত্র দু’দিন আগে উত্তরপ্রদেশের সম্বলে একটি মসজিদের নীচে মন্দিরের দাবিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে ৬জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়। মুঘল আমলের জামে মসজিদকে ঘিরে তখন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । বেশ কিছু হিন্দুত্ববাদী মানুষ আদালতের দ্বারস্থ হয়ে দাবি করে যে, আগে যেখানে মসজিদ তৈরি হয়েছিল সেখানে একটি মন্দির ছিল। এরপর তাদের আবেদনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) সকালে একটি দল জরিপ করতে যায়। কিন্তু স্থানীয় মুসল্লিরা তাদের জরিপ করতে বাধা দেয়। এরপর ৬ জন  মুসলমানকে নির্মমভাবে হত্যা করে। আজমির শরীফের অধীনে একটি মন্দিরের দাবি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

ভারতের বিখ্যাত আজমীর শরীফের নিচে একটি মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দাখিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা।

বুধবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে পিটিশন দাখিলের পর আজমিরের একটি আদালত দাবির তদন্তের নির্দেশ দিয়েছে।

চরমপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণু গুপ্ত, যিনি আজমির শরীফ নিয়ে পিটিশন দাখিল করেছিলেন, বলেছেন, “আমাদের দাবি হল আজমীর শরীফকে ‘সংকট মোচন মহাদেব’ মন্দির হিসাবে ঘোষণা করা হোক৷ আদালতে দায়ের করা পিটিশনে ১৯১১সালে অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সরদারের লেখা একটি বইকে উদ্ধৃত করা হয়েছে। এতে বলা হয়েছে যে আজমির শরীফের চারপাশে হিন্দু মৃৎশিল্প ও খোদাই রয়েছে।

হারবিলাস সরদারের লেখা ‘আজমির: হিস্টোরিক্যাল অ্যান্ড ন্যারেটিভ’ বইটি দাবি করে যে, আজমির শরীফ একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়েছিল। পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে যে, ওই স্থানের গর্ভগৃহের ভিতরে একটি জৈন মন্দির রয়েছে। যদিও দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে।

আঞ্জুমান সৈয়দ জাদগানের সেক্রেটারি সৈয়দ সরওয়ার চিশতী বলেন, আফগানিস্তান, ইন্দোনেশিয়াসহ সব ধর্ম-বর্ণের মানুষ এখানে আসেন। এখানে বহুত্ববাদের প্রচার করা হয়। এ ধরনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির বিরুদ্ধে। আজ তিন পক্ষকে নোটিশ দিয়েছে আদালত।

তিনি আরও বলেন, ‘আমরা দেখব কী করা যায়। কাশী, মথুরার প্রাচীন মসজিদগুলো লক্ষ্য করে এ ধরনের কর্মকাণ্ড ভালো নয়।’ মামলার পরবর্তী শুনানি হবে ২০ ডিসেম্বর।

আরো পড়ুন

 

 

Leave a Reply

Your email address will not be published.

X