December 7, 2024
আ’ লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে তা প্রতিহত করা হবে

আ’ লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে তা প্রতিহত করা হবে

আ’ লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে তা প্রতিহত করা হবে

আ’ লীগ ও তার দোসরদের বিচার না করে নির্বাচন দিলে তা প্রতিহত করা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হ্যাসনাত আবদুল্লাহ বলেছেন, আ.লীগ এবং এর সহযোগীদের বিচার না করে নির্বাচন করলে নির্বাচন প্রতিরোধ করা হবে। তিনি বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পাটি এই ফ্যাসিজমকে ফ্যাসিলেটেড করেছেন। তাদের বিচার প্রকৃয়া সম্পন্ন হওয়ার পরে ছাত্র-জনতা সিদ্ধান্ত নিবে তারা নির্বাচনে আসবেন কি আসবেন না। তবে বিচারের আগে তাদের নির্বাচনকে স্বাগত জানাবো না। প্রয়োজনে আমরা সেটাকে গণতান্ত্রিকভাবে প্রতিহত করবো।

রবিবার Dhaka কবি নাজরুল কলেজের শিক্ষার্থী জিহাদ মোল্লার কবর জিয়ারতের পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী হ্যাসনাত আবদুল্লাহ গত মাসে অক্টোবর দাসমিনা উপজেইলার আলিপুর গ্রামের ব্রাজবাশি রায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহানের সাথে বিয়ে করেছিলেন। বিয়ের প্রায় এক মাস পরে, হাসনাত আবদুল্লাহ তাঁর শশুর  বাড়িতে প্রথম বেড়াতে আসেন।

হাসনাত আবদুল্লাহ জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য ফান্ড গঠন করা হয়েছে। তবে আহতদের ব্যাপারে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার স্কিল ডেভলপমেন্টের মাধ্যমে ১০ লাখ মানুষের কর্ম সংস্থানের উদ্দ্যোগ নিয়েছেন, সেখানে আহতদের অগ্রাধিকার দেয়া হবে।

তিনি বেসরকারী সংস্থা এবং এনজিওদের আহতদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।  তিনি বলেন, “আহতদের জন্য চিকিত্সা করার আন্দোলন আমাদের জন্য লজ্জাজনক।”

হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা শুনেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে তাদের অনেকেই আহত হিসেবে তালিকাভুক্তি করেছেন এবং তারা এক ধরনের সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছেন। এরকম হয়ে থাকলে আমি সরকারকে আহ্বান জানাবো সেটাকে খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেয়ার, যাতে আহতদের রাস্তায় নেমে আসতে না হয়।”

বিএনপির দ্রুত নির্বাচনের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি, বিগত ১৬ বছর বিএনপি সব থেকে বেশি নির্যাতিত হয়েছেন এটা সত্যি, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু দেখেছি বিএনপিকে অনাস্থা প্রকাশ করতে। এখন নির্বাচন হচ্ছে সংস্কারের একটি প্রক্রিয়া, যখন সংস্কারটি সম্পন্ন হবে তখন যে নির্বাচন হবে সেটা গণমানুষের নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা সরকারের ভাল কাজের সাথে সহযোগিতা করব এবং তারা কোথায়ও ভুল করলে তা সমালোচনা করব।”

পরে, হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনে শহীদ নলখোলা এলাকার গার্মেসকর্মী জাকির হোসেন এবং বেতাগী সানকিপুর ইউনিয়নের রাজমিস্ত্রি বাবুল মৃধার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসনাত আব্দুল্লাহ সরকারে যে সকল সমন্বয়ক এখনো নিঃস্বার্থভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে যাচ্ছেন এবং সকল অন্যায়কে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এভাবে এগোতে থাকলে একটি সুন্দর বাংলাদেশ দেখবে ৫৩ বছর যাবত হতাশায় ডুবে যাওয়া কোটি কোটি বাংলাদশী।

আরো জানুন

Leave a Reply

Your email address will not be published.

X