November 23, 2024
ফিলিস্তিনি শিশু কারাগারে, দেখার অনুমতি পেলেন না আপন মা

ফিলিস্তিনি শিশু কারাগারে, দেখার অনুমতি পেলেন না আপন মা

ফিলিস্তিনি শিশু কারাগারে, দেখার অনুমতি পেলেন না আপন মা

ফিলিস্তিনি শিশু কারাগারে, দেখার অনুমতি পেলেন না আপন মা

ইসরাইলের কারাগারে আটক ১৩ বছর বয়সি ফিলিস্তিনি শিশু আহমাদ মনশ্র। বুধবার শুনানির জন্য দেশটির বিয়ারশেভা আদালতে তোলা হয় তাকে। এ সময় সন্তানকে দেখার জন্য কাতর হয়ে ওঠেন মা। তবে তাকে সাক্ষাতের অনুমতি না দিয়ে তাড়িয়ে দেয় ইসরাইলি সেনাবাহিনী।  খবর ইয়েনিসাফাক

মানসিকভাবে বিকারগ্রস্ত আহমাদ মনশ্র। আটকের পর পুলিশি নির্যাতনে আরও খারাপ হয় তার অবস্থা। এমন অভিযোগ আহমাদের মায়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আহমাদের মাকে রুম থেকে বের করে দিচ্ছে এক ইসরাইলি পুলিশ।

এ নিয়ে তোলপাড় শুরু হয় টুইটারে। আহমাদের মুক্তির দাবিতে সোচ্চার হন প্রতিবাদী ফিলিস্তিনিরা। ইতোমধ্যে হ্যাশট্যাগ ফ্রি আহমাদ মনশ্র ক্যাম্পেইন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

X