November 29, 2024
সিরিয়ায় ফের রকেট হামলা চালাল তুরস্ক

সিরিয়ায় ফের রকেট হামলা চালাল তুরস্ক

সিরিয়ায় ফের রকেট হামলা চালাল তুরস্ক

সিরিয়ায় আরেকটি রকেট হামলা চালিয়েছে তুরস্ক। বুধবার (২৩ নভেম্বর) দেশের এজাজ এলাকায় চালানো হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আঙ্কারা জানিয়েছে, সিরিয়া ও উত্তর ইরাকে এক সপ্তাহে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর (পিকেকে) পাঁচ শতাধিক ঘাঁটিতে হামলা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর ২৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত থাকবে; তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ঘোষণার পরপরই তুরস্ক দেশটিতে একযোগে রকেট ও বিমান হামলা চালায়।

সিরিয়ার সীমান্তবর্তী এজাজ এলাকায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তুর্কি প্রতিরক্ষা বাহিনী হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিরিয়া ও ইরাকে সপ্তাহব্যাপী এই অভিযানে কুর্দি সশস্ত্র গোষ্ঠীর ৫০০টিরও বেশি ঘাঁটিতে হামলা হয়েছে। সশস্ত্র গ্রুপের ২৫০ জনেরও বেশি সদস্য নিহত হয়।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান “একটি উপযুক্ত সময়ে” সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন। বুধবার তুরস্কের পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, সিরিয়া ও ইরাকের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে দক্ষিণ সীমান্তে নিরাপত্তা করিডোর নির্মাণে তুরস্ক আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ।

অন্যদিকে সিরিয়ায় নতুন রকেট হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। সেই সঙ্গে মার্কিন প্রশাসন তুরস্ককে দেশে সামরিক অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। তুরস্ক সরকারের কাছেও একই আহ্বান জানিয়েছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published.

X